প্লে থেরাপি ফর অটিজম

অটিজম বাচ্চাদের জন্য খেলাধুলার মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যার চিকিৎসা কেই বলা হয় প্লে থেরাপি। এই চিকিৎসা ব্যাবস্থা সাধারন খেলাধুলা থেকে একটু ভিন্ন, যার মাধ্যমে থেরাপিস্ট বাচ্চার সমস্যা অনুযায়ী খেলাধুলার মাধ্যমে তার সমস্যা গুলো কমিয়ে আনার চেষ্টা করেন। আর এভাবে বাচ্চা খেলতে খেলতেই নিজের সম্পর্কে ও পারিপার্শ্বিক জগত সম্পর্কে অভিজ্ঞ হয়ে ওঠে।

প্লে থেরাপির মাধ্যমে বাচ্চা শেখে অন্যদের সাথে যোগাযোগ করতে, নিজের অনুভুতি প্রকাশ করতে, আচরণ পরিবর্তন করতে, সমস্যার সমাধান করতে ও বিভিন্ন ভাবে অন্যদের সাথে মিশতে।

প্লে থেরাপির মাধ্যমে একটি বাচ্চার যে সব উপকার হতে পারেঃ

  • আচরণের ক্ষেত্রে আরও বেশি দায়িত্ববান হতে শেখে।
  • বিভিন্ন সমস্যার মোকাবেলা ও নিত্তনতুন সমাধান করতে শেখে।
  • অন্যদের প্রতি সন্মান প্রদর্শন করতে ও তাদের সাদরে গ্রহন করতে শেখে।
  • নিজের অনুভূতি গুলো যথাযথ ভাবে প্রকাশ করতে শেখে।
  • পরিবার ও অন্যদের সাথে সামাজিক মেলামেশা করতে শেখে।
  • নিজের সক্ষমতার প্রতি মনযোগী হতে শেখে।

কি ভাবে প্লে থেরাপিতে বাচ্চা কে নিয়োজিত করবেন?

একজন অভিজ্ঞ অকুপেশনাল থেরাপিস্ট সাধারণত এই প্লে থেরাপির ডিজাইন করে থাকেন। অনেক সময় আলাদা ভাবে প্রতি বাচ্চার জন্য বিশেষ প্লান করা হয়, তবে গ্রুপ এ এই সব প্লে এক্টিভিটি করলে বাচ্চার উপকার হয় বেশি।

কোথায় পাবেন প্লে থেরাপি সার্ভিসঃ

সাধারণত প্লে থেরাপির জন্য খোলা বড় মাঠ হলে ভাল হয়, যাতে বাচ্চা মন খুলে নিজের মত করে সময় কাটাতে পারে। যে সকল স্কুল এ বড় মাঠ রয়েছে, তাদের কাছে এই সহায়তা চাইতে পারেন।

অটিজম বিডি এর সাপ্তাহিক প্লে থেরাপি সেসন এ আপনার বাচ্চাকে নিয়ে আসতে পারেন। বিস্তৃত সবুজ মাঠে আপনি আপনার বাচ্চার সাথে মেতে উঠতে পারেন আনন্দময় খেলাধুলায়। এই সার্ভিস এর জন্য রেজিস্টার করতে কল করুন 01931405986 নাম্বার এ।

সকল বিশেষ শিশুর জীবন হোক উচ্ছল আনন্দে ভরপুর। ধন্যবাদ।