বাচ্চার আচরণ গত সমস্যা বিষয়ক কর্মশালা আয়োজিত

3

আজ এপ্রিল এর ২ তারিখ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ‘ইন্সিটিউট অব নিউরোডেভেলপমেন্ট এন্ড রিসার্চ’ ও অটিজম বিডি যৌথ ভাবে বিশেষ শিশু দের আচরণ গত সমস্যা ও তার প্রতিকারে বিভিন্ন মাধ্যম নিয়ে বিশেষ শিশু দের বাবা মা, অভিভাবক ও চিকিৎসক দের সাথে নিয়ে একটি কর্মশালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ নুশরাত ইয়াসমিন, অটিজম বিশেষজ্ঞ, অলগা টেনিসন অটিজম রিসার্চ সেন্টার, অস্ট্রেলিয়া; উম্মে সায়কা নিলা, সেন্সরি ইন্টিগ্রেসনিস্ট ও অকুপেশনাল থেরাপিস্ট ও ওসমান, নিউরো রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ও চার্টার্ড ফিজিওথেরপিস্ট। আরও উপস্থিত ছিলেন ডাঃ লিডি হক ম্যাডাম, যিনি তার নিজের দীর্ঘ অভিজ্ঞতা উপস্থিত সুধি গণের মধ্যে তুলে ধরেন।