পুর্বাবস্থাঃ আজ থেকে দেড় বছর আগে শুভ যখন ‘আই এন ডি আর’ এ আসে তখন সে ছিল আট বছর বয়সের এক শিশু। সে ছিল নন-ভার্বাল, ও অটিজম সংক্রান্ত সিভিয়ার বেহেভিয়ারাল সমস্যায় আক্রান্ত। কোন নির্দেশনা পালন করার বা বোঝার সক্ষমতা তার ছিল না। একাডেমিক সক্ষমতাও ছিল প্রায় শুন্যের কোঠায়। কোন কিছু চেয়ে না পেলে সে নিজেকে আঘাত করত। কোন কিছু বুঝে করার সক্ষমতা তার ছিলনা।
ব্যবস্থাপনাঃ ‘আই এন ডি আর’এ সে সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি, নিউরো ফিডব্যাক ব্রেইন ট্রেইনিং থেরাপি, নিউরো মড্যুলেশন থেরাপি (অত্যাধুনিক ব্রেইন ফিজিওথেরাপি) ইত্যাদি চিকিৎসার মধ্যে আছে।
বর্তমান অবস্থাঃ এখন শুভ তিন শব্দের বাক্য ব্যবহার করতে পারে। তার বোঝার ক্ষমতা অনেক বেড়েছে, অন্যদের সাথে সে দুষ্টুমি করে। যে কোন নির্দেশ সে বুঝতে পারে। তার একাডেমিক সক্ষমতা এখন সাধারণ স্কুলে যাবার মত পর্যায়ে পৌঁছেছে।