আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, অটিজম বিডি সন্মানজনক ‘গ্লোবাল অটিজম কোলাবোরেশন’ এর সদস্য পদ লাভ করেছে। আপনারা জানেন, অটিজম বিডি বাংলাদেশে অটিজম ও অন্যান্য নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅর্ডার এর ক্ষেত্রে জন সচেতনতা বৃদ্ধি, এই ধরনের বাচ্চাদের আরও ভাল সেবা প্রদানে সহায়তা করা, এই ক্ষেত্রে কাজ করছেন এমন পেশাদার দের উন্নয়নে ভুমিকা পালন করে চলেছে। আপনাদের সাথে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। দেশের পরিমণ্ডল ছাড়িয়ে আমাদের কর্মকাণ্ড কে বিশ্বময় ছড়িয়ে দিতে এবং অন্যান্য সদস্য দেশের অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগাতে ‘গ্লোবাল অটিজম কোলাবোরেশন’ আমাদের সহযোগী হবার যে হাত বাড়িয়ে দিয়েছে, আমরা তার পরিপূর্ণ সদ ব্যবহার করতে চাই। এই অভিযানে আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ।