‘আই এন ডি আর’ চ্যারিটেবল চাইল্ড থেরাপি ইউনিট (মগবাজার ও কল্যাণপুর)

‘আই এন ডি আর’ চ্যারিটেবল চাইল্ড থেরাপি ইউনিট (মগবাজার ও কল্যাণপুর)

২০১২ সাল থেকে ইন্সটিটিউট অব নিউরোডেভেলপমেন্ট এন্ড রিসার্স (আইএনডিআর) বিশেষ শিশু যেমনঃ অটিজম, এডিএইচডি, সিপি, ডাউন-সিন্ড্রোম ইত্যাদি তে আক্রান্ত বাচ্চাদের জন্য প্রথাগত থেরাপি সেবার পাশাপাশি উন্নত প্রযুক্তির বিভিন্য থেরাপি ব্যবস্থা পরিচালনা করে আসছে।

কিন্তু উচ্চ প্রযুক্তির অনেক থেরাপি ব্যবস্থার পাশাপাশি প্রথাগত থেরাপি ব্যবস্থা সমূহ’ও ব্যবহুল হওয়ায় স্বল্প আয়ের বাবা-মা গনের বিশেষ শিশু টি অনেক সময়ই প্রয়োজনীয় থেরাপি সমূহ থেকে বঞ্চিত হচ্ছে। অনেকে ক্ষুদ্র সামর্থ স্বত্বেও বাচ্চার জন্য ব্যয় করতে যেয়ে আরও দরিদ্র অবস্থায় পতিত হচ্ছেন।

তাই স্বল্প আয় অথবা দরিদ্র পরিবারের বিশেষ শিশু দের সেবা দেয়ার লক্ষে গত আগস্ট ‘২০১৮ এর প্রথম সপ্তাহ থেকে রাজধানীর কল্যাণপুরে ও মগবাজারে ‘আই এন ডি আর’ চ্যারিটেবল চাইল্ড থেরাপি ইউনিট চালু হয়েছে।

উক্ত ইউনিটে সমুহে কম সেবা মুল্যে বা ক্ষেত্র মতে বিনা মুল্যে নিম্নোক্ত সেবা সমূহ পাওয়া যাবেঃ

১। প্রথাগত থেরাপি সেবাঃ
◘ সেন্সরি ইন্টিগ্রেশন
◘ লিসেনিং থেরাপি
◘ অকুপেশনাল থেরাপি
◘ ফিজিওথেরাপি
◘ এবিএ, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং

২। উচ্চ-প্রযুক্তির ব্রেইন ডেভলপমেন্ট থেরাপিঃ
◘ নিউরোফিডব্যাক ব্রেইন ট্রেইনিং
◘ নিউরো মড্যুলেশন থেরাপি
◘ ট্রান্স-ক্রেনিয়াল ফোটো-বায়ো-মড্যুলেশন
◘ ট্রান্স-ক্রেনিয়াল ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি

এ ধরনের ফ্যাসিলিটি পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় ক্ষুদ্র পরিসরে স্বল্প সংখ্যক বাচ্চার জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন এর জন্য কল করতে পারেন 01931405986 অথবা ‘আই এন ডি আর’ এর প্রধান শাখায় স্ব-শরীরে আশতে পারেন।

আপনার পরিচিত অথবা জানা মতে স্বল্প আয় অথবা দরিদ্র পরিবারের বিশেষ শিশু দের বাবা-মা কে এই চ্যারিটেবল ইউনিট এর কথা জানিয়ে তাদের সুযোগ করে দিন।

রেজিস্ট্রেশন: 01931405986

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top