উন্নত প্রযুক্তির নিউরোথেরাপি নিয়ে কর্মশালা আয়োজিত

এডভান্সড নিউরোথেরাপি (নন ইনভেসিভ ব্রেইন স্টিমুলেশন) আমাদের দেশে তো বটেই, অটিজম / এডি এইচ ডি / সিপি ইত্যাদির চিকিতসায় আধুনিক দেশেও তুলনামুলক নুতন।

নিউরো থেরাপি ব্যবহার করে বাচ্চার ব্রেইনের প্রসেসিং ক্ষমতা বাড়িয়ে প্রচলিত থেরাপি ব্যবস্থা যেমন অকুপেশনাল থেরাপি, সেস্নরি ইন্টিগ্রেশন, স্পিচ থেরাপি ইত্যাদির সফলতার হার বাড়িয়ে দেয়া যায় অনেক গুনে।

এধরনের কিছু অতি-নিরাপদ অথচ কার্যকরী নিউরো থেরাপি যা আমাদের দেশেও প্রচলত আছে সেগুলো হল:

১। নিউরো-মড্যুলেশন
২। ট্রান্স ক্রেনিয়াল ফোটোবায়োমড্যুলেশন
৩। ট্রান্স ক্রেনিয়াল পালসড ম্যাগ্নেটিক স্টিমুলেশন
৪। নিউরো-ফিডব্যাক, ইত্যাদি।

এই প্রযুক্তি গুলো ব্যবহার করে কিভাবে বিশেষ শিশুদের জীবন মানের উন্নয়ন ঘটানো যায় এবং অন্যান্য প্রচলিত থেরাপির সফলতাকে কিভাবে আরো তরান্নিত করা যায় তা নিয়েই এই ওয়ার্কশপে আলোচনা করা হয়। আলোচনা করেন ইন্সটিটিউট অব নিউরো ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ (আই এন ডি আর) এর চেয়ারম্যান দেশের একমাত্র নিউরো রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ জনাব ওসমান।

INDR Information: +8801931405986

1 thought on “উন্নত প্রযুক্তির নিউরোথেরাপি নিয়ে কর্মশালা আয়োজিত”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top