সেরিব্রাল পলসি বাচ্চাদের আধুনিক হাঁটতে শেখার পদ্ধতি ‘সাস্পেনশন গেইট ট্রেইনিং’

সেরিব্রাল পলসি বাচ্চাদের আধুনিক হাঁটতে শেখার পদ্ধতি ‘সাস্পেনশন গেইট ট্রেইনিংঃ’

দেশে একমাত্র ‘আই এন ডি আর’ এ চালু হওয়া এই পদ্ধতিতে বাচ্চার শরীরের সমস্ত ওজন সরিয়ে নিয়ে তাকে ভর মুক্ত করা হয়, যার ফলে পড়ে যাবার ভয় থাকে না। পা সঞ্চালন করতে শেখার পর আস্তে আস্তে শরীরের ভর পায়ের উপর দেয়া হয় এবং এক সময় শুধু হাঁটাই নয় এমন কি সে দৌড়াতেও পারে। সেই সাথে চলতে থাকে অত্যাধুনিক নন-ইনভেসিভ ব্রেইন স্টিমুলেশন থেরাপি। এই পদ্ধতিতে একজন ফিজিওথেরাপিস্ট দির্ঘমেয়াদে একটি বাচ্চার জীবন মানের আমুল পরিবর্তন আনতে পারেন।

Institute of Neuro-Development and Research, IND&R
52/1 New Eskaton rd, Dhaka 1000
01931405986

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top