আগামি ১৩’ই সেপ্টেম্বার শুক্রবার বিকালে ক্রিয়েটিভ সাপোর্ট ফ্রাটারনিটি লিঃ ও অটিজম বিডি যৌথ ভাবে প্রি-ল্যাংগুয়েজ স্কিল বিষয়ক একটি কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালার মাধ্যমে অভিভাবক ও সংশ্লিষ্ট প্রাকটিসনার গন যেসব বাচ্চা কথা বলতে পারে না, তাদের কিভাবে কথা বলাতে সমর্থ হবেন তা নিয়ে আলচনা করা হবে। আপনারা যারা এই কর্মশালায় অংশ নিতে চান, তারা ০১৯৩১৪০৫৯৮৬ এ এসএমএস পাঠিয়ে আপনার নাম রেজিস্ট্রেশন করুন।