গত ২১-৭-২০১৩ তারিখে সেন্সরি প্রসেসিং ডিজঅর্ডার বিষয়ক একটি কর্মশালা অটিজম বিডি এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বহু সংখ্যক বাবা মা, বিভিন্ন বিশেষ স্কুল এর প্রধান শিক্ষিকা, চিকিৎসক গন উপস্থিত ছিলেন। কর্মশালায় নিউরো রিহ্যাব বিশেষজ্ঞ ডাঃ ওসমান গনি, বিশেষ শিশু দের দন্ত রোগ বিশেষজ্ঞ ডাঃ সালাউদ্দিন আল আজাদ, অকুপেশনাল থেরাপিস্ট উম্মে সায়কা নীলা ও স্পীচ থেরাপিস্ট ফিদা আল শামস সেন্সরি প্রসেসিং ডিজঅর্ডার ও এর জন্য প্রত্যেকের কি কি করনীয় তা নিয়ে আলোচনা করেন।