অটিজম বিডি একটি সেবা মূলক ওয়েবসাইট। এর কাজ হচ্ছে মানুষকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা। অটিজম বিডি এর মেম্বার হতে কোন অর্থনৈতিক বাধ্যবাধকতা নেই। অটিজম ও লার্নিং ডিজেবিলিটি নিয়ে যারা কাজ করেন, যাদের সন্তান এই ধরনের সমস্যায় আক্রান্ত, যারা এই সকল বিষয়ে জানার আগ্রহ রাখেন, তারা সবাই অটিজম বিডি এর মেম্বার হতে পারবেন। অটিজম বিডি এর মেম্বার হলে নিম্নোক্ত সুবিধা সমূহ পেতে পারেনঃ
- বাচ্চার জন্য বছরে একবার অটিজম রেটিং স্কেল অনুযায়ী বর্তমান অটিজম এর মাত্রা নিরুপন (২৫% কম খরচে)।*
- বাচ্চার জন্য বছরে একবার বায়ো-মেডিক্যাল ও ডায়েট সম্পর্কিত পর্যালোচনা ও পরামর্শ (ফ্রী)।*
- বাচ্চার জন্য বছরে একবার সেন্সরি ডায়েট প্লান তৈরি অথবা পুনঃ পর্যালোচনা (২৫% কম খরচে)।*
- বাচ্চার জন্য বছরে একবার ডেন্টাল হাইজিন চেক আপ (ফ্রী)।*
- বাচ্চার জন্য বছরে একবার স্পীচ থেরাপি চেক আপ (২৫% কম খরচে)।*
- বিভিন্ন বিশেষ স্কুল এ ভর্তি ফি তে ৩০% পর্যন্ত ডিস্কাউন্ট।*
- বছরে একবার বিশেষ শিশু অথবা তার পরিবারের যে কোন স্বাস্থ্যগত সমস্যার জন্য লন্ডন / আমেরিকা হতে টেলিমেডিসিন এর মাধ্যমে বিশ্বের সেরা হাসপাতাল সমুহের সেরা বিশেষজ্ঞ চিকিৎসক দের পরামর্শ নেয়ার সুযোগ (ফ্রী)।
- বিভিন্ন ফ্রী ওয়ার্কশপ ও কোর্স এ বিশেষ ডিস্কাউন্ট।
- অটিজম সম্পর্কে বিভিন্ন লেখা বা খবর নিয়মিত এস.এম.এস এবং ই-মেইল এর মাধ্যমে পাবার সুবিধা (ফ্রী)
*আমাদের সাথে কোলাবরেশন এ কাজ করছেন এমন পেশাজিবি ও প্রতিষ্ঠান সমুহে এই সব ডিস্কাউন্ট পাওয়া যাবে।
প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি আমাদের মেম্বার দের আরও নতুন নতুন সেবা দেয়ার জন্য। মেম্বারশিপ কার্ড প্রদর্শন করে আপনি উপরোক্ত সেবা গুল নির্ধারিত সেবা কেন্দ্র সমূহ থেকে গ্রহন করতে পারবেন। বর্তমানে এই সেবা কেবল ঢাকা শহরে দেয়া সম্ভব। তবে আমরা চেষ্টা করব অন্যান্য শহরে ও ভবিষ্যতে আমাদের সেবা গুলো কে ছড়িয়ে দিতে।
মেম্বার হবার জন্য এখানে ক্লিক করুন
Dear Sir/ Madam, As-Sala-Molykum. I am salma noor from Chittagong Bangladesh. I have a boy who is affected by autism. Now a days he is study in Proyash School in Chittagong Cantonment. I Need your support. please contact with me. my cell no: 01819387883.